শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনের প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখবেন ইসির ওয়েবসাইটে বাংলাদেশ আওয়ামী লীগের পরে লেখা আছে স্থগিত। গত ১২ মে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেটার ধারাবাহিকতায় আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রেখেছি।’
তিনি বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে জনমনে দ্বিধা দ্বন্দ্ব আছে যে নৌকা প্রতীক আছে কি নেই। এ বিষয়ে যাতে বিভ্রান্তি না থাকে বা কোনো ধরনের কনফিউশন যাতে না হয় সেজন্য যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে সে জন্য কমিশন এই প্রতীকটা সরিয়ে রাখার বিষয়টি যৌক্তিক মনে করেছে । এর বাইরে অন্য কোনো কারণ নেই।’
ইসি সচিব বলেন, এখন প্রশ্ন হচ্ছে তফসিলে নৌকা থাকবে কি না। হ্যাঁ নৌকা থাকবে। তবে নৌকা সংরক্ষিত থাকবে। এই প্রতীক আর কেউ ব্যবহার করতে পারবে না।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটার সাথে কোনো চাপ বা অন্য কোন কিছু নেই। মূল জায়গা হল গেজেট। সেই গেজেটে এটা বহাল আছে। আর ওয়েবসাইট হল আমাদের একটা সাপ্লিমেন্টারি প্লাটফর্ম। যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়।
তিনি বলেন, কমিশন মনে করেছে যে, এটা সরিয়ে রাখলে যথার্থ হবে। সেই অনুযায়ী করা হয়েছে। এটাই ইসির সিদ্ধান্ত।
আজ বুধবার ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। প্রতীকের স্থানটি ফাঁকা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল হক বাসসকে জানান, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
গত ১৩ জুলাই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফশিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ওইদিন আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি নেতারা এ দাবি জানান ।
সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেছিলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায় নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে ইসি নৌকা প্রতীক তালিকায় রাখতে পারে না। ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এরপরই নিবন্ধন স্থগিত করে ইসি। যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।’