শিরোনাম
ঢাকা,১৫ জুলাই,২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান বর্ষপুর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ডকুমেন্টরি প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর(মাউশি)।
আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদফতরের ওয়েবসাইট এর লিংক থেকে জুলাই পুনর্জাগরণ উদযাপন অনুষ্ঠানমালা ২০২৫ এর সাথে সংগতি রেখে ডকুমেন্টরি সংগ্রহ করে প্রযোজ্য দিন ও সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে দেখানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে মাউশি।