বাসস
  ০৭ জুলাই ২০২৫, ১৪:১৪

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

রংপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দুটি পৃথক ঘটনায় নদীতে গোসল করতে নেমে তিন কিশোর পানিতে ডুবে মারা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে বদরগঞ্জ উপজেলার পাকারমাথা রেলওয়ে ব্রিজের কাছে যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে ডুবে যায় দুইজন মাদ্রাসাছাত্র।

মৃতদের একজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩) এবং অপরজন একই জেলার পার্বতীপুর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)।

তারা বদরগঞ্জ উপজেলার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আতিকুর রহমান জানিয়েছেন, তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন বিকেল ৩টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে নেমে তাসিন আহমেদ (১২) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়।

তাসিন বদরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।