বাসস
  ০৬ জুলাই ২০২৫, ১৮:০১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে বেড়েছে করোনা পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।

রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের ৯টিতে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরণে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এপিক হেলথ কেয়ারে ৪৩টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৩ জনের মধ্যে ১ জন উপজেলা এবং ২ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। নিয়মিত মাস্ক ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।