শিরোনাম
ময়মনসিংহ, ৫ জুলাই, ২০২৫, (বাসস) : তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালার আয়োজন করেছে ময়মনসিংহের বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ।
নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে আজ শনিবার অনুষ্ঠিত এই কর্মশালায় ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ দেন দ্যা ডিসেন্ট-এর সম্পাদক এবং এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।
এসময় তিনি জানান, 'বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎস হয়ে উঠেছে। এ অবস্থায় সাংবাদিকদের তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা কেবল প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, সিজিএস পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস। কর্মশালায় যৌথভাবে সঞ্চালনা করেন সিজিএস-এর গবেষণা সহযোগী রোমান উদ্দিন এবং গবেষণাসহকারী শামসুল আরিফ ফাহিম।