শিরোনাম
চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৫ ( বাসস): জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ড , চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে আজ বেলা ১১টায় সদর উপজেলার আলুকদিয়ায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ জানান, চলতি উৎপাদন মৌসুমে ৩ হাজার ৫০ জন তুলাচাষীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। গতবছর যেখানে ছিল ১ হাজার ৬৯০ জন। কৃষকের আগ্রহের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় সংখ্যা বাড়িয়েছে। আমরা আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি করতে সক্ষম হব।
উপকারভোগী প্রত্যেক তুলাচাষীকে বিঘাপ্রতি ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায় ৮ হাজার টাকা মূল্যের উপকরণ দেওয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটন ইউনিট অফিসার আতিকুর রহমান। কৃষক প্রতিনিধি সাইফুল ইসলাম তুলা চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসময় জেলা বাজার তদারকি কর্মকর্তা শহীদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খুশবু উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের মোট চাহিদার মাত্র ৩ শতাংশ তুলা আমরা উৎপাদন করে থাকি। বাকি ৯৭ শতাংশই দেশের বাইরে থেকে আমদানী করা হয়ে থাকে। তুলা চাষ নিসন্দেহে লাভজনক। তুলার সঙ্গে সাথী ফসল করতে পারলে লাভের হার আরও বৃদ্ধি পাবে।