শিরোনাম
ঢাকা (উত্তর), ১৩ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় প্রতিবন্ধী যুবকের ব্যবসা দখল সংক্রান্ত মানববন্ধনের সংবাদ প্রকাশ করায় মব সৃষ্টি করে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসীর বিরুদ্ধে।
অভিযুক্তের নাম আল আমিন সরকার ওরফে শামীম আল মামুন ও তার ভাই মইম সরকার। এই হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মীরা।
আজ মঙ্গলবার বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড়ে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযুক্ত আল আমিন সরকার ও তার ভাই মইম সরকারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ বলেন, সম্প্রতি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় সন্ত্রাসী আল আমিন সরকারের বিরুদ্ধে নাহিদ নামের এক প্রতিবন্ধী যুবকের পরিচালিত ইট-পাথরের ব্যবসা দখলের অভিযোগ এনে মানববন্ধন করেন ভুক্তভোগী নাহিদ ও তার স্বজনরা। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি ফেসবুক একাউন্টে শেয়ার দেন উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বদরুল আলম মজুমদার।
এতে মব সৃষ্টি করে ওই সাংবাদিককে মেরে ফেলার অডিও পাঠায় অভিযুক্ত আল আমিন সরকার ও তার অনুসারীরা। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া একাউন্ট থেকেও সাংবাদিক বদরুল আলম মজুমদারের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়ায় চক্রের সদস্যরা।
এসবের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আল আমিন ২০১৬ সালে তার নিজ দোকান থেকে ইয়াবাসহ আটক হয়ে প্রায় ৫ মাস জেল খাটে। ৫ আগষ্টের পর এলাকার নতুন বিল্ডিং এ মালামাল সাপ্লাইসহ ময়লা, ডিস ইন্টারনেটের দখল নেয়।
হুমকির বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বদরুল আলম মজুমদার বাসসকে বলেন, নিউজ প্রকাশ এবং সামাজিক মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই তারা আমাকে মব সৃষ্টি করে মারার হুমকি দিচ্ছে। আমি ফ্যাসিষ্ট আমলে পরপর দুইবার উত্তরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছি। ক্লাবের নেতৃত্বে থাকায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতসহ সব ধরনের রাজনৈতিক নেতাদের সাথে উঠাবসা করতে হয়েছে। এটা নতুন কিছু না। জুলাই আন্দোলনে পুলিশ আমাকে উত্তরা থেকে ধরেও নিয়ে গেছে। অথচ মাদক ব্যবসায়ীরা আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
উত্তরা প্রেসক্লাবের সেক্রেটারি ও নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে মেরে ফেলার হুমকি নতুন বাংলাদেশের জন্য লজ্জাজনক।
মানববন্ধনে উত্তরায় বসবাসরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।