শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস (আরএফকে) প্রতিনিধিদলের সদস্যরা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
আরএফকে-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সোমবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎকালে গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।
রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে আরএফকে’র সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি এন্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, কমিশনে অদ্যাবধি ১ হাজার ৮ শ’ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।