শিরোনাম
লক্ষ্মীপুর, ১২ মে, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশ গড়তে হলে সবাইকে নিয়েই গড়তে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ্যানী এ সময় বলেন, সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, আগেও আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের লড়াই-সংগ্রাম এখনো শেষ হয়নি।
তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসন ও কর্তৃত্ববাদী শাসন ছিল না, তাই এখনো সময় আছে আসুন, আমরা সবাই দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।’
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ এমরান প্রমুখ।