বাসস
  ২৩ নভেম্বর ২০২১, ১০:০৫
আপডেট  : ২৩ নভেম্বর ২০২১, ১২:৫২

কালিয়ায় ধান বীজ ও সার পাচ্ছেন ৫ হাজার প্রান্তিক চাষি

নড়াইল, ২৩ নভেম্বর, ২০২১ (বাসস) : জেলার কালিয়া উপজেলায় বিনামূল্যে বোরো ধান বীজ ও সার পাচ্ছেন ৫হাজার প্রান্তিক চাষি। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি রবি ২০২১-২০২২ মৌসুমে হাইব্রিড ও উচ্চফলনশীল উফশী জাতের বোরো ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।  
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান,কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ৩হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ এবং ২ হাজার প্রান্তিক চাষিকে ৫ কেজি করে উচ্চফলনশীল উফশী জাতের বোরো ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হচ্ছে।অধিক উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক চাষিদের মাঝে বোরো ধান বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়