বাসস
  ০৬ মে ২০২৫, ২৩:৩২

উল্টো পথে চলায় রাজধানীতে ডিএমপির ১৫৮টি মামলা

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : উল্টো পথে চলাচলের মতো গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার (৫ মে) রাজধানীর বিভিন্ন সড়কে শুধুমাত্র উল্টো পথে চলার দায়ে ১৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সার্বিকভাবে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৩২২টি মামলা দায়ের করা হয়। অভিযানের সময় ২৭০টি যানবাহন ডাম্পিং ও ১৩৮টি যানবাহন রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। কর্তৃপক্ষ মনে করে, আইন অমান্য করে উল্টো পথে চলা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে।

ডিএমপি জানায়, ঢাকার রাস্তায় অনেকেই ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে উল্টো পথে চলাচল করেন। কেউ কেউ আবার ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েও তাৎক্ষণিক কারাদণ্ডের শিকার হয়েছেন। সচেতনতা না আসায় বাধ্য হয়েই আমাদের আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে।এছাড়া  উল্টো পথে চলাচল ও অননুমোদিত সড়কে প্রবেশ না করতে চালক ও যাত্রীদের প্রতি আহ্বান ও ট্রাফিক পুলিশের সাথে অহেতুক বাকবিতণ্ডা না করে সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।