বাসস
  ১৮ নভেম্বর ২০২১, ১১:০৪

জয়পুরহাটে প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

জয়পুরহাট, ১৮ নভেম্বর, ২০২১ (বাসস) : কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক এক প্রশিক্ষণ বৃহস্পতিবার  সকালে  ঁপাাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ অর্থ বছরের ’উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পর আওতায় যৌথভাবে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও জেলা পাট সম্প্রসারণ অধিদপ্তর । বর্তমান সরকারের পাট চাষ সম্প্রসারণে গৃহীত কর্মসূিচ তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মীর্জা আলী আশরাফ। পঁচিবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান। উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষ ও বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, বীজ প্রত্যয়ন কর্মকর্তা তামান্না সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক। পাঁচবিবি উপজেলার পাট বীজ উৎপাদনকারী নির্বাচিত শতাধিক কৃষক প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়