বাসস
  ২৬ মার্চ ২০২৫, ১৯:০৩

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররমে কোরআনখানি ও মোনাজাত অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, কোরআনখানি এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদে এই আলোচনা সভা, কোরআনখানি এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা, যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধার দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পেরেছি। সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা সকলে মিলে কাজ করছি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। 

এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, মো. মহিউদ্দিন, মো. আব্দুল হামিদ খান, মো. বজলুর রশীদসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।

এ ছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।