শিরোনাম
নাটোর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে। বর্জ্য পরিশোধন করে উৎপাদন করা হবে জৈব সার। ‘টেন টাউন প্রজেক্ট’ এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের বড় হরিশপুর এলাকায় ২.৮ একর জমির উপরে আট কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে। এ পরিশোধনাগারের সহায়ক হিসেবে এক কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে শহরের তেবাড়িয়া হাট, ঝাউতলা এবং থানাপাড়া এলাকায় তিনটি বর্জ্য ট্রান্সফার ষ্টেশন নির্মাণ করা হচ্ছে। এছাড়া ১৩ লাখ টাকা ব্যয়ে শহরের পাঁচটি স্থানে নির্মাণ করা হচ্ছে বিশুদ্ধ সুপেয় পানি পান কেন্দ্র এবং একই সাথে প্রদান করা হবে পৌরসভা এলাকার ১৫০টি বাড়িতে বিনামূল্যে পৌরসভার পানি সরবরাহ সংযোগ লাইন। প্রকল্পের আওতায় পৌরসভা এলাকায় সাড়ে চার হাজার দরিদ্র পরিবারে বিনামূল্যে হাউজসহ টয়লেট নির্মাণ করে দেওয়া হবে। এরমধ্যে পাঁচ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৮০০ টয়লেট নির্মাণ কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুল কবির ভূঞা জানান, গুণগতমান বজায় রেখে বর্জ্য পরিশোধনাগারের সকল কম্পোনেন্ট নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ সমাধা করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্জ্য পরিশোধনাগার নির্মাণ শেষে কার্যক্রম শুরু করা হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত পর্যায়ে উপনীত হবে। পাশাপাশি জৈব সার উৎপাদনের মাধ্যমে সুফল পাওয়া যাবে। এ প্রকল্প পুরোপুরি পরিবেশ-বান্ধব।
নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আসমা খাতুন বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভার নির্মাণাধীন বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম শুরু হলে পৌরবাসীর কাংখিত শহরের বর্জ্য সমস্যার সমাধান হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপণার মাধ্যমে নাটোর পরিবেশ-বান্ধব উন্নত শহরে পরিণত হবে।