বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৯:২০

সুনামগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বুধবার সুনামগঞ্জে বাজার পরিদর্শনে সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তার। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১২ মাচর্, ২০২৫ (বাসস) : জেলা শহরে পৃথক অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার  টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তারের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য  মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। 

এ সময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

বাজার মনিটরিং কমিটির সূত্র জানায়, আজ বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত  জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তারের  নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড, মোরগের হাট, গরুর মাংসের বাজার, কাজির পয়েন্টে ষোলঘর পয়েন্টে এ অভিযান চালায় বাজার মনিটরিং কমিটি।

অভিযানে মূল্য তালিকা জনসমক্ষে না থাকার দায়ে মনির মিয়ার গোস্তের দোকানকে এক হাজার টাকা, গুড়ের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ মূল্য না থাকার দায়ে পুরাতন জেল রোডে মুদি দোকানি জয় স্টোরকে ৫শত টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে ষোলঘর পয়েন্টে  সারাহ সুপার সপকে আড়াই হাজার জরিমানা করা হয়েছে।

অপরদিকে দুপুর ১২টার দিকে শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিবানন্দ সিনহা নোংরা পরিবেশে সস  ও ইফতার তৈরির দায়ে হক রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সুপার সপ মিনি মার্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।