বাসস
  ১০ মার্চ ২০২৫, ১৯:২১

ইসলামিক ফাউন্ডেশনের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ দোয়া

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস): ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে আজ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া আজ ইসলামিক ফাউন্ডেশনের ৮টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন, ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. মহিউদ্দিন, মো. বজলুর রশীদ, মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসের দ্বিতীয় সোমবার প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।