শিরোনাম
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত চার দিনে ৫,৩৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও, অভিযানকালে ৩৬৫টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে গত ১৬ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত চারদিনে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানকালে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।