বাসস
  ০৭ নভেম্বর ২০২১, ০৯:১৩

জয়পুরহাটে ১২০টি চাষি পর্যায়ে আমন ধান বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন

জয়পুরহাট, ৭ নভেম্বর, ২০২১ (বাসস) : চাষি পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের লক্ষ্যে জেলায় ২০২০-২০২১ অর্থবছরের খরিপ-২ মৌসুমের রাজস্ব খাতের আওতায় ১২০ টি রোপা আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এতে জমির পরিমান হচ্ছে ১২০ বিঘা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চাষি পর্যায়ে উন্নত মানের রোপা আমন ধানের বীজ উৎপাদনের লক্ষ্যে জেলায় ২০২০-২০২১ অর্থবছরের খরিপ-২ মৌসুমের রাজস্ব খাতের আওতায় ১২০ টি রোপা আমন ধানের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। প্রদর্শনী স্থাপনের জমির পরিমান হচ্ছে ১২০ বিঘা।  চাষি পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের জন্য চাষিদের উন্নত মানের বীজ, সার ও বীজ সংরক্ষণের জন্য  সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
বিএডিসি বীজের পাশাপাশি কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের ফলে এ জেলায় ধান, পাট ও গম চাষের জন্য বীজের চাহিদা মিটিয়ে জেলার বাইরে সরবরাহ করা হয়ে থাকে বলে বাসস’কে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়