বাসস
  ২৮ অক্টোবর ২০২১, ২২:০২

অসাম্প্র্রদায়িক মানুষ হিসেবে শিশুদের গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২১ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসাম্প্র্রদায়িক মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে সাম্প্র্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবসে’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।  
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অসাম্প্র্রদায়িক বাংলাদেশ আছে এবং তা থাকবে।
তিনি আরো বলেন, দীর্ঘকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের ও সকল ভাষার মানুষ রয়েছে।
আলোচনাকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পদ্ধতির পাশাপাশি কর্মসূচি ভিত্তিক নানা ধরনের পড়াশোনাও থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্ট ওয়ার্ক ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও উল্লেখ করেন।