বাসস
  ২৪ অক্টোবর ২০২১, ২০:৩৩

শাবিতে "বি" ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট, ২৪ অক্টোবর, ২০২১ (বাসস): সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের "বি" ইউনিট মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে শাবিপ্রবির কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে আজ শাবিপ্রবির কেন্দ্রে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৬১ শিক্ষার্থী যা মোট শিক্ষার্থীর ৯৪ দশমিক ৭০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১০৪ জন অর্থাৎ ৫ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। 
শাবিপ্রবির আহ্বায়ক ও স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 
এদিকে দুপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শাবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া আগামী ১ নভেম্বর বাণিজ্য বিভাগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিবেন ৮৬৭ জন শিক্ষার্থী। এর আগে গত ১৭ অক্টোবর শাবিপ্রবি' তে 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্টিত হয়, এতে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৬৭৩ জন থাকলেও শাবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় ৯৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়