বাসস
  ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৯

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২১ (বাসস): আগামীকাল ২৪ অক্টোবর থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে।
তৃতীয় দফায় বাড়ানো এই ফরম পূরণ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম (১১ অক্টোবর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং এসএমএস প্রাপ্তির পর  শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত  ১৪ সেপ্টেম্বর উক্ত বোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় স্তরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছিল।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়