বাসস
  ১৯ অক্টোবর ২০২১, ২০:৫১
আপডেট  : ১৯ অক্টোবর ২০২১, ২০:৫৮

ঘাসফুল সংস্থার উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২১ (বাসস) : ‘বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলো বুদ্ধিদীপ্ত এক শিশু। পনের আগস্ট সংগঠিত ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই লোমহর্ষক বর্বর হত্যাকান্ডের শিকার  শেখ রাসেল ইতিহাসের পাতায় শতাব্দীর পর শতাব্দী এক বেদনাবিধুর চরিত্র হয়ে থাকবে। সেই কাহিনী মানুষকে আজীবন কাঁদাবে।’
চট্টগ্রামে হাটহাজারীস্থ মেখল ও গুমান-মর্দ্দন ইউনিয়নে  শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে ঘাসফুল আয়োজিত পৃথক দুইটি আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। 
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা  ‘ঘাসফুল’ বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় আলোচনাসভা দুটি অনুষ্ঠিত হয়। 
মেখল ইউনিয়নে ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অর্ন্তভূক্তিকরণ বিভাগের ব্যবস্থাপক ও এসডিপি বিভাগের ফোকাল পারসন মো. নাছির উদ্দিনের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। 
এতে অন্যান্যের মধ্যে মো. আব্দুল মালেক, মো. জসিম উদ্দিন, সৈয়দ মো. হাসান শাহ, মো. মনজুর আলম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। 
অন্যদিকে গুমান মর্দ্দন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবক এস এম সরওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সন্ধানী'র ডা. সৈয়দা রোকসানা তাসনিম। 
স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচি’র সমন্বয়কারী মোহাম্মদ আরিফ। 
সভাশেষে সন্ধানী চট্রগ্রাম মেডিকেল কলেজ ইউনিট মোটিভেশন প্রোগ্রামসহ ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি পরিচালনা করে। 
বক্তারা শেখ রাসেল দিবসের মাধ্যমে সকল প্রকার শিশু নির্যাতন বন্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে যুবসমাজসহ সকলের প্রতি আহবান জানান। উভয় স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক জনসমাগম হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়