বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৫

মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। আজ সকালে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারি সেক্রেটারি রুহুল আমিন, যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলারসহ জেলা ও পৌর শাখার জামায়াত নেতৃবৃন্দ।
এসময় তাজউদ্দিন খান- হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। পরে হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতৃবৃন্দ।