বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

রাজধানীতে সন্দেহভাজন দুই জঙ্গি সদস্য গ্রেফতার ॥ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহআলী থানাধীন ১৩ নম্বর সড়কের ১৩ নম্বর হোল্ডিংয়ের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।