বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫

পিরোজপুরে ৪৫৮টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

পিরোজপুর, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): দেবীদুর্গাকে বরণ করে নেয়ার আয়োজন ইতোমধ্যেই শুরু হয়েছে। জেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। 
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে জেলার সর্বত্র ধীরে-ধীরে উৎসবের আমেজ তৈরী হচ্ছে। 
জেলার বিভিন্ন এলাকার দুর্গামন্দির গুলোতে প্রতীমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী, কৃষ্ণনগর এবং টোনা ইউনিয়নের চলিশা বাজার, কুন্ডুপাড়া, দাসপাড়া ও মূলগ্রাম বাজারের বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার চক্রবর্তী জানান, সবচেয়ে বেশি পূজামন্ডপ হচ্ছে নাজিরপুর উপজেলায়। নাজিরপুরে এবার ১১৯টি, সদর উপজেলায় ৬০টি, ভান্ডারিয়া উপজেলায় ৬০টি, নেছারাবাদ উপজেলায় ১০১টি, মঠবাড়িয়া উপজেলায় ৭০টি, কাউখালী উপজেলায় ২৫টি, এবং ইন্দুরকানী উপজেলায় ২৩টি মন্ডপে প্রতীমা তৈরির কাজ চলছে। 
শাস্ত্রীয় বিধান মতে এ বছর দেবীদুর্গা দোলায় আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ১২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা গত ৮ সেপ্টেম্বর তারিখে স্বাক্ষরিত এক পত্রে পিরোজপুরসহ দেশের সব জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকদের ধর্মীয় ভাবগম্ভির পরিবেশে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছেন।