শিরোনাম
ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ (বাসস) : চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের সাথে যোগাযোগের নম্বর পরিবর্তন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনাক্যাম্পের সাথে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। ওই এলাকা সমূহের জনসাধারণকে নিম্নে প্রদানকৃত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো’।
চট্টগ্রাম জেলার জন্য- হাটহাজারী, রাউজান- ০১৭৬৯-২৪৩৪১২; রাঙ্গুনিয়া- ০১৭৬৯-২৬৩৬৫৮; মীরসরাই, সীতাকুন্ড- ০১৭৬৯-২৪২১৫০; আনোয়ারা- ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪; কর্ণফুলী- ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪; চট্টগ্রাম মহানগরের বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাও, আকবরশাহ এলাকার জন্য ০১৭৬৯-২৪৫২৪৩; ইপিজেড, খুলসী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গার জন্য - ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩; কোতয়ালী, নিউমার্কেট, ডাবলমুরিং-এলাকার জন্য -০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯।