শিরোনাম
চট্টগ্রাম, ৯ আগস্ট ২০২৪ (বাসস) : নতুনভাবে দেশ গড়ার আন্দোলনে দেশের সকল জনসাধারণ ও নারী উদ্যোক্তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানিয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)।
বিশ^বরেণ্য অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী ড. ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ড. মনোয়ারা হাকিম আলী বলেন, ‘এ দেশের গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে নোবেলজয়ী ড. ইউনুস এর কর্মকা- বিশ^ব্যাপী সমাদৃত হয়েছে। আশা করি, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনায় বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।’
পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়নে তাদের সর্ব্বোচ্চ মেধা কাজে লাগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।