বাসস
  ০৮ আগস্ট ২০২৪, ২০:০৭

আন্দোলনে শহীদদের জন্য বিএনপি’র দোয়া ও মোনাজাত অনুষ্ঠান আগামীকাল

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (বাসস) : বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুম’আর নামাজ শেষে সারাদেশের মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 
দেশজুড়ে সকল মুসুল্লীকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে জুম’আর নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।