বাসস
  ০৮ আগস্ট ২০২৪, ১৩:১৬

অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪(বাসস) : অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন।
এটর্নি জেনারেল অফিসে তিনি আজ পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি এস এম মুনীর নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ পদত্যাগ করেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর সাথে গনতন্ত্রকামী বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেনী- পেশা ও সাধারণ মানুষের লাল বিপ্লবে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 
এখন তার আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।