বাসস
  ১৩ অক্টোবর ২০২১, ১৬:০২

কুড়িগ্রামে শেখ হাসিনা ধরলা সেতুর সংযোগ সড়কে ৫ হাজার তালবীজ রোপণ  

কুড়িগ্রাম, ১৩ অক্টোবর, ২০২১ (বাসস) : জেলার ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতুর সংযোগ সড়কে ৫ হাজার তালবীজ রোপণ করা হয়।
বুধবার সকালে তালবীজ রোপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর রণন এর আয়োজনে ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রামের সহায়তায় এ কর্মসূচির আওতায় শেখ হাসিনা ধরলা সেতুর সংযোগ সড়কে ৫ হাজার তালবীজ রোপণ করা হচ্ছে। এতে এলাকায় বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি সংযোগ সড়কটি দৃষ্টি নন্দন হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
এসময় উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রণন সভাপতি ড. তুহিন ওয়াদুদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোছা. আকলিমা বেগম প্রমুখ। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়