বাসস
  ২৭ মে ২০২৪, ১৯:৪০
আপডেট  : ২৭ মে ২০২৪, ১৯:৫৮

ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়রের

ঢাকা, ২৭ মে, ২০২৪ (বাসস): ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ।
মেয়র রোববার গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করেন।
আতিকুল ইসলাম সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করারও আহ্বান জানান।   
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে বলেও তিনি জানান।  
দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এ কথা উল্লেখ করে তিনি ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। 
তিনি জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বারে (১৬১০৬) ফোন করার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়