বাসস
  ২৭ মে ২০২৪, ১৮:২৪

সিলেট বিভাগে ১১ উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ 

সিলেট, ২৭ মে, ২০২৪ (বাসস): ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।
আজ সোমবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১টি উপজলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। এসময় তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে সিলেট জেলায় ৪টি, সুনামগঞ্জে ২টি, মৌলভীবাজারে ৩টি এবং হবিগঞ্জে ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং, সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়