বাসস
  ২৬ মে ২০২৪, ২০:৫১
আপডেট  : ২৬ মে ২০২৪, ২০:৫৩

চট্টগ্রাম বিমানবন্দর কাল ভোর পর্যন্ত বন্ধ

চট্টগ্রাম, ২৬ মে ২০২৪ (বাসস) : ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামীকাল সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত ও এর ক্ষয়ক্ষতি এড়াতে আজ দুপুর ১২টা থেকে এ বিমানবন্দরের সব ধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ সন্ধ্যা ৭টায় বাসস’কে জানান, ‘ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে আবহাওয়া অধিদপ্তর এ অঞ্চলে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করলে, আমরা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহ আমানতের কার্যক্রম বন্ধ করে দিই। বিপদ সংকেত বহাল থাকায় আমরা আগামীকাল সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কোনো ধরণের অপারেশনাল কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তসলিম আহমেদ জানান, ‘আজ সারাদিনে ৮টি অভ্যন্তরীণ ও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। এর মধ্যে একটি হজ ফ্লাইট ছিল। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে, পরবর্তীতে বিমানের শিডিউল নির্ধারণ করা হবে।’
তিনি জানান, ‘বিমানবন্দরের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। ঝড়-বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় থাকা সবকিছুই ঢেকে দেয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছি।’
উল্লেখ্য, বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূল-ঘেঁষে স্থাপিত এ বিমানবন্দরে ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়