বাসস
  ২৩ মে ২০২৪, ২১:৪৫

ডিএমপির সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা শুরু

ঢাকা, ২৩ মে, ২০২৪ (বাসস): ঢাকা মহানগরীর বিভিন্ন  স্কুলে আজ শুরু হয়েছে জাপানী সংস্থা জাইকার কারিগরি সহযোগিতায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রজেক্টের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা-২০২৪’ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে  কর্মসূচির  উদ্বোধন করেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান, এবং ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও প্রজেক্ট ম্যানেজার ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট ডিএমপি মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -এডিসি (ট্রাফিক গুলশান-দক্ষিণ) এএসএম হাফিজুর রহমান, এসি ট্রাফিক গুলশান আবু সায়েম নয়ন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ডিআরএসপি) এ এইচ এম শহীদুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার (ডিআরএসপি) সামনুম সুলতানা প্রমুখ।
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে ট্রাফিক সেফটি গেম, ট্রাফিক সাইন, রাস্তা পারাপারে করণীয়-বর্জনীয়সহ ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল মোনেম।
এছাড়াও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪’র নিয়মাবলি উপস্থাপন করেন সামনুম সুলতানা।
ঢাকা মহানগরীর মোট ১৬টি স্কুলে ডিআরএসপি প্রজেক্টের আয়োজনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হচ্ছে।
 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়