বাসস
  ২১ মে ২০২৪, ১৮:০৯

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘জানি ও জানাই’ অনুষ্ঠান  

যশোর, ২১ মে, ২০২৪ (বাসস): বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনার আওতায় সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট টেকসই তথ্যসেবা প্রদান নিশ্চিতকরণে ‘জানি ও জানাই’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার সকালে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে কালেক্টরেট হলরুমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন ও সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। 
এসময় ৩টি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ধারণা দেয়া হয়। বিষয়গুলো হচ্ছে বাল্য বিবাহের কুফল, মাদকের ভয়াবহতা ও সাইবার বুলিং। কালেক্টরেট স্কুলের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ ধারণা দিয়ে তারা কি শিখলো এ বিষয়ে ফিডব্যাক নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়