বাসস
  ১৩ মে ২০২৪, ১৮:৩৯

পাবনায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

পাবনা, ১৩ মে, ২০২৪ (বাসস) : পাবনায় বিভিন্ন পর্যায়ের জটিল রোগে আক্রান্ত ২৪৯ জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকার চেক দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান রোগীদের হাতে এই চেক তুলে দেন। 
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি মো. আব্দুল মতীন খান, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট ও সমাজ সেবা কর্মকর্তা শারমিন জাহান রিতা। 
জেলা সমাজ সেবা কার্যালয় সুত্রে জানা যায় ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ২৪৯ জন রোগীকে ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন চেক দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়