বাসস
  ১৮ এপ্রিল ২০২৪, ২১:১৯

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

কক্সবাজার, ১৮ এপ্রিল, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এবং ০৮ নং বেসিক জেট এন্ড ফাইটার কনভার্সন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ দুটি অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।
১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স ( জেসিএসসি)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ২০ জন কর্মকর্তা এবং ০৮ নং বেসিক জেট এন্ড ফাইটার কনভার্সন কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে  সেরা নৈপূণ্যের জন্য স্কোয়াড্রন লীডার মোঃ নাভিদ হোসেন, ইঞ্জ কে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ সহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়