বাসস
  ১৭ এপ্রিল ২০২৪, ২১:৫৬

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে : ডা. শাহাদাত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 
পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহ্বান জানান তিনি। 
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উক্ত আলোচনা সভায় গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ, কানন আরা বেগম এম.পি, সভাপতিম-লীর সদস্য, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এম.এ গনি, সভাপতিম-লীর সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনিসুর রহমান কচি, কবি ও সাংবাদিক অশোক ধর, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির ও মিনহাজ সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্পাদকম-লীর সদস্য হাফিজুর রহমান মিন্টু, ইদ্রিস আলী মোল্লা, নজরুল ইসলাম, শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহাবুবুর রহমান, মাসুদ মোল্লা, শেখ আসগর আলী বক্তব্য রাখেন।