বাসস
  ০৪ মার্চ ২০২৪, ১৯:১৮
আপডেট  : ০৪ মার্চ ২০২৪, ১৯:২৪

মানিকগঞ্জে দুর্ঘটনায় বিশিষ্ট চিকিৎসক সাখাওয়াত হোসেনের মৃত্যু

মানিকগঞ্জ, ৪ মার্চ, ২০২৪ (বাসস) : মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউরের কাছে আজ সকাল একটি যাত্রীবাহী বাসের সাথে গিল্যান্ডো মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এজেডএম শাখাওয়াত হোসেনের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, মাদারীপুরের তৎকালীন এমএনএ ও সংসদ সদস্য প্রয়াত ডা. এম এ কাশেমের ছেলে ডা. সাখাওয়াত মুন্নু মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তার প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে, তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সাখাওয়াত (৭০) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিষ্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজের ভাই, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপ্যাল এবং বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।