বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

অধ্যক্ষ আব্দুর রশীদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক 

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২১(বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং  নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র শ^শুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
আজ এক শোক বিবৃতিতে  তিনি মরহুম আব্দুর রশীদের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  
অধ্যক্ষ আব্দুর রশীদ আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।