বাসস
  ০২ মার্চ ২০২৪, ১২:১৯

নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

নড়াইল, ২ মার্চ ২০২৪ (বাসস): "সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে ৬ষ্ট জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সাকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, ভোটার তালিকা ভুক্ত, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন  প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জুলিয়া সুকায়না, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়