বাসস
  ০১ মার্চ ২০২৪, ২১:৪৩

বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে রাজউকের ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা, ১ মার্চ, ২০২৪ (বাসস) : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঢাকার নিউ বেইলি রোডে বহুতল ভবনে (বাড়ি নং-০২, গ্রিনকজি কটেজ) অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) কে আহ্বায়ক করে এই কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত আজ এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন -রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধন নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতি, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১), পরিচালক (জোন-৬) এবং অথরাইজড অফিসার (জোন-৬/১) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এই কমিটি ভবনটির নক্সা ও এর অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা সনাক্ত করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। অনুমোদিত নক্সা এবং চিহ্নিত ভবনের মধ্যে কোন বিচ্যুতি আছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করে দেখবে এবং বিচ্যুতি পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করবে অথবা কোন কর্মকর্তা/পেশাজীবিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়