বাসস
  ০১ মার্চ ২০২৪, ২০:০৬

সিলেটে সালুটিকর বধ্যভূমিতে স্বাধীনতার মাসের সূচনায় শ্রদ্ধা নিবেদন  

সিলেট, ১ মার্চ, ২০২৪ (বাসস) : সিলেটের সালুটিকর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে মহান স্বাধীনতার মাস বরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর অদূরে সালুটিকর বধ্যভূমিতে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে বধ্যভূমিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় শহরতলীর সালুটিকর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যানের উদ্বোধন করা হবে। 
সিসিক মেয়র বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়া একটি অত্যন্ত গর্বের বিষয়। দেশ-মাতৃকার মুক্তির জন্য যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জীবন বাজী রেখে লড়াই করতে করতে হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাই, তেমনি শ্রদ্ধা জানাই তাদের উত্তরসূরীদের প্রতিও।
সিসিক মেয়র বলেন, এ বধ্যভূমিতে হত্যা করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এখানে নির্মিত হয়েছে শহীদ স্মৃতি উদ্যান। 
অনুষ্ঠানের শুরুতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বীরমুক্তিযোদ্ধা কর্নেল অব. আব্দুস সালাম বীরপ্রতীক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, শ্রী নিবাস চক্রবর্তী, বিভাষ শ্যাম পুরকায়স্ত যাদন, নীলাঞ্জনা জুঁই, মুক্তিযোদ্ধা সন্তান কমা- ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং সিলেটের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র-ছাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়