বাসস
  ০১ মার্চ ২০২৪, ১৮:৩৮

অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে : নাছিম

ঢাকা, ১ মার্চ, ২০২৪ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। 
তিনি বলেন, যারা ভবন নির্মাণ করবেন, যারা এর দেখভালের দায়িত্বে তারা সহ সবাই আইন মেনে চললে আমরা অগ্নিকান্ড প্রতিরোধ করতে পারবো। ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিসের নীতিমালা মেনে চলতে হবে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ভবনে রাখতে হবে।
নাছিম আজ শুক্রবার দুপুরে বেইলি রোডে আগুনের ঘটনায় মারা যাওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন নিকিতার জানাজায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গতকাল রাতে বেইলি রোডে অগ্নিদগ্ধ হয়ে অনেকে প্রাণ হারিয়েছে। এই ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত। এই হৃদয় বিদারক ঘটনা আর কারো সাথে যেন না ঘটে এবং এমন অগ্নিকান্ড যাতে আর না হয় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করব। 
সবাইকে সচেতন হহবার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। গ্যাস লিকেজ, বিদ্যুতের শর্ট সার্কিটসহ অনেক কিছুর মাধ্যমেই দুর্ঘটনা হয়ে থাকে। এগুলো থেকে যতটা সতর্ক থাকা যায় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। 
ভিকারুননিসার শিক্ষিকা লুৎফুন নাহারের কথা স্মরণ করে তিনি বলেন, লুৎফুন নাহার একজন ভালো মানুষ ছিলেন। তিনি সাদামাটা ও বিনয়ী ছিলেন। তার চলে যাওয়ায় আমরা মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। 
এর আগে বাহাউদ্দিন নাছিম পীরজঙ্গি মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে বেইলি রোডে আগুনের ঘটনায় দশ নং ওয়ার্ডের মারা যাওয়া দুজনের জানাজার নামাজে অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়