বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৩

টাঙ্গাইলে দু’টি ক্লিনিক সিলগালা, ৪৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলা সদরে আজ লাইসেন্স না থাকায় দু’টি ক্লিনিক সিলগালা এবং সেগুলোর মালিকদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ রোববার দুপুরে জেলা শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন-মোহাম্মাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন-মোহাম্মাদ আলী জানান, কোন বৈধ কাগজপত্র না থাকায় শহরের দেওলা এলাকার ফেয়ার হসপিটাল এবং সাবালিয়া এলাকার রেহানা মর্ডান হসপিটাল নামের দু’টি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও ফেয়ার হসপিটালের তিন মালিককে জনপ্রতি পাঁচহাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা এবং রেহানা মর্ডান হসপিটালের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়