বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

ভোলায় ওলামা-মাশায়েখদের নিয়ে কর্মশালা 

ভোলা, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলার সদরে আজ সন্ত্রাসবাদ, উগ্রবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, মানব পাচার, গুজব এবং দুর্নীতি বিরোধী সচেতনতা বিষয়ক ওলামা-মাশায়েখ কর্মশালা ও জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। 
জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার দুই শতাধিক ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ তিনজন ইমামকে বাছাই করা হয়।পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়