শিরোনাম
জয়পুরহাট, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলায় আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, ডেঙ্গু, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ বিষয়ে এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলার সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনিরুল শহীদ মন্ডল মুন্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. সোহেল মিয়া।
সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গণি মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় ওই এলাকার শতাধিক নারী অংশগ্রহণ করেন।