বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

শ্রীবরদীতে পাখি শিকার ও বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা

শেরপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : বন্যপ্রাণি শিকার এবং বিক্রির অপরাধে শেরপুরের শ্রীবরদীতে ৩ জনকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার পৌরশহরের দুই পাখি ব্যবসায়ী ও এক শিকারি’র কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান। এসময় পৌর বাজারের পাখি ব্যবসায়ী আনোয়ারকে ১ হাজার,টাকা  দুলালকে ১ হাজার টাকা  ও সোহেল নামে এক পাখি শিকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে কালিম, টিয়া, ডাহুক, বক ও পানকৌড়ি প্রজাতির পাখি উদ্ধার করা হয়। পরে পাখি উপজেলার হ্যালিপেড এলাকায় অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার বন্যপ্রাণি রেঞ্জ অফিসার আব্দুল্লাহ আল আমিন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ও স্থানীয় এলাকাবাসী।   
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, আমাদের সকলের দায়িত্ব বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা। সবাইকে এব্যপারে সচেতন হতে হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়