বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

নবগঙ্গা নদীতে ৪০৪ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ‘বেশি-বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলার নবগঙ্গা নদীর সাতদোহা শ্বাশান ঘাট এলাকায় ৪০৪ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যন পঙ্কজ কুন্ডু, জেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামানিক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর। 
অনুষ্ঠানে জানানো হয়, ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় রুই, কাতলা ও সিলভার কাপসহ বিভিন্ন প্রজাতির ৪০৪ কেজি মাছের নবগঙ্গা নদীতে পোনা অবমুক্ত করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়