বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

নীলফামারীতে বাইসাইকেল পেলেন ১৪৮ গ্রাম পুলিশ

নীলফামারী, ২৩ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় বাইসাইকেল পেলেন ১৪৮ গ্রাম পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে পোশাক, রেইনকোট ও বেল্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বাইসাইকেল হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী প্রমুখ।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, প্রত্যন্ত অঞ্চলে দ্রুত যোগাযোগের জন্য স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সদর উপজেলার ১৪৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোষাক, রেইনকোট ও বেল্ট প্রদান করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়